এশিয়া কাপ বাতিল নিয়ে সৌরভের মন্তব্য খারিজ করলো পাক ক্রিকেট বোর্ড
যেদিন থেকে ২০২০ এর এশিয়া কাপের দিনক্ষণ ঠিক হয়েছে সেদিন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ শুরু হয়ে গিয়েছে।
গতকাল নিজের জন্মদিনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন এবছরের এশিয়া কাপ হবে না। তার এই মন্তব্যের পরেই আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হলো, ‘সৌরভের মন্তব্যের কোনো যৌক্তিকতা নেই’। প্রসঙ্গত, বুধবার একটি শো তে সৌরভ বলেন, “ডিসেম্বর মাসে আমাদের প্রথম সিরিজ হবে। কারণ এর মধ্যে করোনার জন্য সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে।”
গতকাল এই মন্তব্য করার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জবাব দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নি জানিয়েছেন, “এশিয়া কাপ বাতিল নিয়ে সৌরভের মন্তব্যের কোনো ভিত্তি নেই। কারণ এই বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। সৌরভের মন্তব্যের কোনো প্রভাব থাকবে না। যদি তিনি প্রতি সপ্তাহে একই মন্তব্য করেন তাহলেও কোনো প্রভাব পড়বে না।”
কয়েক সপ্তাহ আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়। কিন্তু সেখানে এশিয়া কাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। যেদিন থেকে ২০২০ এর এশিয়া কাপের দিনক্ষণ ঠিক হয়েছে সেদিন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ শুরু হয়ে গিয়েছে। প্রথমে এসিসির তরফে জানানো হয়, পাকিস্তানে হবে টুর্নামেন্ট। কিন্তু বিসিসিআই জানিয়ে দেয় ভারত পাকিস্তানে খেলতে যাবেনা। টুর্নামেন্টের স্থান পরিবর্তন করে আমিরশাহীতে করার প্রস্তাব দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। পাকিস্তানের তরফে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করা হয়। আগামী বছর হতে পারে এশিয়া কাপ, কিন্তু তার আগেই তরজা শুরু হলো ভারত পাকিস্তান দুই ক্রিকেট বোর্ডের মধ্যে।