দেশনিউজ

এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে

গত দুই দিনে এনকাউন্টারে খতম হয় বিকাশের দুই সহযোগী অমর দুবে ও প্রভাত মিশ্র।

Advertisement

গতকাল গ্রেফতার হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবে। আর এই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই এনকাউন্টারে খতম বিকাশ দুবে। আজ শুক্রবার সকালে স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়, আর তখনি পালাতে চেষ্টা করে সে। পুলিশের গুলিতে মৃত্যু হয় এই গ্যাংস্টারের।

গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। আজ মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ আনা হচ্ছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনভয়ের গাড়িতে। সেই সময় রাস্তায় গাড়িটি উল্টে যায়। তখনই পালতে চেষ্টা করে সে। আর বাধ্য হয়েই পুলিশ গুলি চালায়। এমনটাই সূত্র অনুযায়ী খবর মিলেছে। আজকে কানপুর আদালতে পেশ করার কথা ছিল বিকাশকে।

গত দুই দিনে এনকাউন্টারে খতম হয় বিকাশের দুই সহযোগী অমর দুবে ও প্রভাত মিশ্র। বিকাশকে ধরতে গিয়ে ৮ জন পুলিশকর্মী নিহত হন। বিকাশের নামে খুন, অপহরণ, জোর জুলুম, তোলাবাজি সহ ৬০ টি মামলা রয়েছে।

Related Articles

Back to top button