দেশনিউজ

কিভাবে মৃত্যু হল বিকাশের? কি জানাল কানপুরের পুলিশ? দেখুন ভিডিও

মধ্যপ্রদেশের উজ্জয়ন এলাকার মহাকাল মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয় বিকাশকে।

Advertisement

পুলিশের জালে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধরা পড়েছিল উত্তরপ্রদেশের কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। মধ্যপ্রদেশের উজ্জয়ন এলাকার মহাকাল মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। আর সেখান থেকেই উত্তরপ্রদেশের শিবলিতে নিয়ে আসছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটি কনভয়। সেই সময় রাস্তায় একটি গাড়ি উল্টে যায়।

পুলিশের সূত্র অনুযায়ী, সেই সময় বিকাশ আহত এক পুলিশের বন্দুক ছিনিয়ে পালাতে চেষ্টা করে। তখন বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। তারপর তাঁকে কানপুরের এলএলআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়। আজকেই কানপুর আদালতে বিকাশকে পেশ করার কথা ছিল। অন্যদিকে, বৃহস্পতিবার অন্য একটি এনকাউন্টারে উত্তরপ্রদেশ পুলিশ দুবের অন্য দুজন সহযোগীকে গুলি করেছে। পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে কানপুরে প্রভাত মিশ্র এবং অন্য একটি এনকাউন্টারে প্রবীণ দুবে নিহত হয়।

প্রসঙ্গত, হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬০টি মামলা দায়ের রয়েছে। গত ৩রা জুলাই কানপুরের কাছে একটি শ্যুট আউটে ৮জন পুলিশকর্মীর মৃত্যুর পর সে পালিয়ে বেড়াচ্ছিল। ফরিদাবাদের একটি হোটেল থেকে পালিয়ে যাওয়ার পর তিন রাজ্যের পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। জানা গিয়েছে কিছু পুলিশ সদস্য তার পালিয়ে যাওয়ার পেছনে জড়িত ছিল। এদের মধ্যে দুজনকে গ্রেফতার এবং বাকিদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উজ্জ্বয়ন পুলিশকে দুবের গ্রেপ্তারের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যারা এটা ভাবে যে মহাকালের কাছে গিয়ে তাদের পাপ ধুয়ে ফেলতে পারবে তারা এখনও ভগবানকে বোঝেনি। আরও বলেন যে, এই বিষয়ে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন। শীঘ্রই তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তার গ্রেপ্তারের জন্য পুলিশ ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

Related Articles

Back to top button