উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। যার জেরে নদীগুলি প্লাবিত হবার প্রবল সম্ভাবনা আছে। ধস ও হতে পারে, তাই সতর্ক করা হয়েছে। এবার ফের আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিপাত হবার পূর্বাভাস দিল। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই অতিবৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের এই সব জেলাগুলিতে বুধবার পর্যন্ত ভারীবৃষ্টি চলবে।
অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা আর এই মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। যারফলে উত্তরবঙ্গের জেলাগুলি সহ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা ৷
বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত ও হয়েছে।