খেলা

কেমন হতে পারে ভারেতর লাইন আপ? ম্যাচ শুরু হওয়ার আগে দেখে নিন

Advertisement

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে সিরিজ জিতেছে ইন্ডিয়া। গত ৮ তারিখ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ওয়ানডে সিরিজ এর প্রথম দিন ছিল কিন্তু বৃষ্টির কারনে খেলা বন্ধ হওয়ায় কোনো ফল পাওয়া যায়নি। আজকের ওয়েদার মোটামুটি ভালোই আছে। তাই আজ ম্যাচ সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচে শেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। আজ ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ প্রায় একই থাকবে। কিন্তু আজ ইন্ডিয়া দুজন স্পিনার নিয়ে খেলতে পারে। তাই খলিল আহমেদ এর জায়গায় খেলতে পারে চাহাল।

ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শামি, ভুবেনেশ্বর কুমার, কুলদীপ যাদব, খলিল আহমেদ/চাহাল।

ওয়েস্ট ইন্ডিজ এর সম্ভাব্য একাদশ- ইভিন লুইস, ক্রিস গেইল, শাই হোপ, পুরান, হেটমায়ার , হোল্ডার, কট্রেল, রস্টন চেজস , কেমার রোচ, কার্লোস ব্রেথওয়েটে, ফ্যাবিয়েন এলিন।

Related Articles

Back to top button