Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী আগস্ট মাসে ফের শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা

করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ডিজিসিএ৷ আনলক ২ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা…

Avatar

করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ডিজিসিএ৷ আনলক ২ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকতে পারে বলে মনে করেছিলেন অনেকেই৷ তবে, সেই সম্ভাবনা উড়িয়ে সম্প্রতি নির্দেশিকা জারি করে ডিজিসিএ জানিয়ে দিয়েছে যে, আগামী ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

এদিকে, চতুর্থ পর্যায়ের মধ্যে এসে পড়েছে বন্দে ভারত মিশন৷ আগামী ৩১ শে জুলাই শেষ হচ্ছে তার মেয়াদ। ফলে হয় বন্দে ভারত মিশনের সময়সীমা বাড়িয়ে তাকে পঞ্চম পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে, না হলে দেশের অভ্যন্তরে চালু হওয়া ঘরোয়া বিমান পরিষেবার মতোই আগস্ট মাসে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র সরকার৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২৫ শে মে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করার ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার৷ তবে, যাত্রী বহন ক্ষমতার থেকে এক তৃতীয়াংশ কমিয়ে দেওয়া হয় বিমানের আসন সংখ্যা। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রেও এই একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, জুলাই মাসের শেষ দিকে ঘরোয়া বিমান গুলিতেও আসন সংখ্যা বাড়িয়ে বহন ক্ষমতার ৬০ শতাংশ পর্যন্ত করা হতে পারে৷ প্রসঙ্গত, করোনা জনিত কারণে গত ২৩ মার্চ দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে কেন্দ্র সরকার৷ এতদিন বন্ধ থাকা সেই পরিষেবা চালু হতে পারে অগাস্টের প্রথম সপ্তাহেই।

About Author