আজ প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার (WBBSE Madhyamik Results 2020) ফলাফল। বুধবার বেলা সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আমাদের লাইভ আপডেটে চোখ রাখুন…
-সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট।
-মাধ্যমিকে প্রথম অরিত্র পাল ৷ প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ ৯৯.৯ শতাংশ নম্বর পেয়েছে সে ৷
-অরিত্র পাল পূর্ব মেদিনীপুর মেমারি বিদ্যালয় মেমোরিয়ালের ছাত্র।
-প্রতিবারের মতো এবারও সাফল্যের হার সবথকে বেশি পূর্ব মেদিনীপুরে।
-পাশের হারে রেকর্ড এবার মাধ্যমিকে ৷
-৮৬.৩৪ শতাংশ পড়ুয়া পাশ৷
-পরীক্ষা শেষ হওয়ার ১৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে।