সেনাবাহিনীর পরে এবার আধা সামরিক বাহিনীতে নিষিদ্ধ করা হল ফেসবুক। মূলত দেশের নিরাপত্তার স্বার্থেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা শুধুমাত্র যে বর্তমান কর্মরত কর্মীদের জন্যই বরাদ্দ এমন নয়, অবসর প্রাপ্ত কর্মীরাও এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন না। আসলে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে দেশের গোপন তথ্য শত্রূপক্ষের কাছে চলে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে।
কেন্দ্র সরকার মনে করছে হানি-ট্র্যাপে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সেনাদের সাথে শত্রূপক্ষ যোগাযোগ করতে পারে। আর এর ফলে দেশের বহু গোপন তথ্য শত্রূদের কাছে চলে যাবার আশঙ্কা রয়েছে। আর তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে।
এর আগে ভারতীয় সেনাবাহিনীতে ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। দেশের নিরাপত্তার স্বার্থেই এই অ্যাপগুলির ব্যবহার বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই কর্মরতদের পাশাপাশি আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাদের ক্ষেত্রেও ফেসবুক নিষিদ্ধ করা হচ্ছে।