ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার ফলোয়ারের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বর্তমানে তাঁর ফলোয়ারের সংখ্যা ৬ কোটিতে দাঁড়িয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ার এই ট্যুইটারে খুব সক্রিয় থাকেন। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেন। তাঁর ট্যুইটার থেকে বেশিরভাগ সময় লাইভ ভাষণ ও প্রচারিত হয়।
প্রধানমন্ত্রী ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রথম যখন খুলেছিলেন। তখন ফলোয়ারের সংখ্যা ছিল ২ হাজার ৩৫৪ জন। আর সেই সময় নাম ছিল @narendramodi . আর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটিতে। আর মোদির অফিসিয়াল ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৫০ লক্ষ।
আর কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধীর ২০১৫ সালের এপ্রিল মাসে ট্যুইটার খোলেন। তাঁর ফলোয়ারের সংখ্যা দেড় কোটির মত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ৮ কোটি ৩০ লক্ষ, তিনি নিজে ফলো করে ৪৬ জনকে।