সামনে থেকে সূর্যকে কেমন দেখতে? দেখুন সেই ছবি
ছবিতে দেখা যাচ্ছে সূর্যের মধ্যে থাকা অসংখ্য অগ্নিশিখা দাউদাউ করে জ্বলছে। হলুদ ও কালো ধোঁয়াটে ধূসর বর্ণের এই জ্বলন্ত অগ্নিকুন্ডের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসতেই সবার নজর কেড়েছে।
সূর্যের সবচেয়ে কাছ থেকে ছবি তুলল ইউরোপের মহাকাশ সংস্থার এক মহাকাশ যান। এটাই এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছ থেকে তোলা ছবি। বৃহস্পতিবার বিজ্ঞানীরা মহাকাশ যান সোলার অরবিটারের তোলা সূর্যের এই ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে সূর্যের মধ্যে থাকা অসংখ্য অগ্নিশিখা দাউদাউ করে জ্বলছে। হলুদ ও কালো ধোঁয়াটে ধূসর বর্ণের এই জ্বলন্ত অগ্নিকুন্ডের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসতেই সবার নজর কেড়েছে।
সূর্যের মধ্যে এই ছোট ছোট অসংখ্য অগ্নিবলয়ের নাম দেওয়া হয়েছে ‘ক্যাম্পফায়ার’, আর সেই নাম ঠিক করেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রজেক্ট বিজ্ঞানী ড্যানিয়েল মুলার।
গত ফেব্রুয়ারি মাসে কেপ কেনাভেরাল থেকে ওই সোলার অরবিটারকে পাঠানো হয়েছিল। সূর্যের থেকে ৭.৭০ কোটি কিলোমিটার দূর থেকে গত মাসে এই হাই রেজোলিউশন ছবিগুলিকে তুলেছে সোলার অরবিটার। এর দূরত্ব পৃথিবী ও সূর্যের মোট দূরত্বের প্রায় অর্ধেক।
Our @ESASolarOrbiter mission’s first images of #TheSunUpClose reveal ‘campfires’ features ? https://t.co/RZbNZJIYSr pic.twitter.com/mzikuyGPge
— ESA (@esa) July 16, 2020