আজ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান। জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এদিন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান ৷ এই মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে মঙ্গলগ্রহে পৌঁছানোর কথা। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। এইমঙ্গলযানটির নাম দেওয়া হয়েছে, ‘আল আমাল’ ৷এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে দুইবার মহাকাশযান স্থগিত হয়েছিল।
মঙ্গলগ্রহে পৌঁছতে এই মহাকাশযানটির সময় লাগবে প্রায় সাত মাস ৷ মঙ্গলগ্রহের বছর হয় ৬৮৭ দিনে ৷ এই গোটা সময় ধরে মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে ৷ কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে এই মহাকাশযানটির সময় লাগবে ৫৫ ঘণ্টা ৷ মহাকাশযানটিতে খুব শক্তিশালী রেজোলিউশনের একটি মাল্টিব্যান্ড ক্যামেরা রাখা রয়েছে, যা খুব ছোট বা সূক্ষ্ম বস্তুরও ছবি খুব সহজেই তুলতে পারে ৷
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowWe have lift-off. H2A, the rocket carrying the Hope Probe to space, has launched from the Tanegashima Space Centre in Japan.#HopeMarsMission pic.twitter.com/pRKZLOL7NT
— Hope Mars Mission (@HopeMarsMission) July 19, 2020
এই প্রথম কোনও আরব দেশ হিসেবে মহাকাশ এবং মঙ্গলগ্রহ সংক্রান্ত বিষয়ে এতটা আগ্রহ প্রকাশ করেছে আমিরশাহি ৷ তাই এই অভিযান বিশেষজ্ঞদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রায় ৫ বছর ধরে এই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মহাকাশযান তৈরির চেষ্টা চালিয়েছে আমিরশাহি ৷ ২১১৭ সালের মধ্যে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলাই এখন লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহির ৷