দেশনিউজ

করোনা যুদ্ধে জয়ী ১০১ বছরের বৃদ্ধা

মহম্মাকে দেখে বোঝাই যাই না যে তিনি শতবর্ষ পার করেছেন। সাহস আর আত্মবিশ্বাসের সাথে লড়েছেন তিনি। 

Advertisement

এবার করোনা যুদ্ধে জয়ী হলেন ১০১ বছরের এক বৃদ্ধা। শনিবার তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর অন্তর্গত শ্রী পদ্মাবতী মহিলা কোভিড হাসপাতাল থেকে ছাড়া পান ১০১ বছর বয়সী পি মঙ্গম্মা। ১২ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসায় এখন সুস্থ হয়েছেন তিনি। চিকিৎসক থেকে শুরু করে নার্স, মেডিক্যাল কর্মী ও স্যানিটেশন কর্মী সবার সেবার মাধ্যমে এখন তিনি করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন।

হাসপাতালের সুপার বলেছেন যে কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। ১২ দিন যুদ্ধ চালিয়ে আজ তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসক বলছেন যে যাঁরা করোনাকে ভয় পাচ্ছেন তাদের কাছে মঙ্গম্মা এক বিশেষ উদাহরণ। সাহস আর আত্মবিশ্বাসের সাথে লড়েছেন তিনি।

মঙ্গম্মাকে দেখে বোঝাই যাই না যে তিনি শতবর্ষ পার করেছেন। তিনি সুস্থ হয়ে যাবার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Related Articles

Back to top button