রাম মন্দির নির্মাণ নিয়ে এবার ভারতকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্র্রী
বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন একেবারে হুঁশিয়ারির সুরে বলেছেন, ভারতের এরকম পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা প্রতিবেশী দেশের সাথে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করে।
আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভুমিপুজোর জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। এই অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই ইতিমধ্যেই সমস্ত কিছুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় রাম মন্দিরের এই নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন একেবারে হুঁশিয়ারির সুরে বলেছেন, ভারতের এরকম পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা প্রতিবেশী দেশের সাথে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করে।
সংবাদপত্র দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানতে রাম মন্দির নির্মাণ অনুমোদন করবে না। তিনি ভারতের কাছে আর্জি জানাচ্ছে, যাতে ভারত-বাংলাদেশের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট না হয়। দুই দেশকেই তিনি অনুরোধ করেছেন সবরকম বিবাদ-বিতর্ক থেকে বিরত থাকতে। এদিকে কয়েকদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে৷ আর এই নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য যে একেবারেই সৌজন্যমূলক কথা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে।
তবে তিনি এটাও বলেন যে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে তুলেছিলেন। কিন্তু বাংলাদেশ সে বিষয়ে চুপ ছিল। কোনও মন্তব্য করেনি বাংলাদেশ।