ভারতের শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন কেন্দ্রীয় শিক্ষানীতিতে সম্মতি প্রদান করল মন্ত্রিসভা। আর এই নতুন শিক্ষানীতিতে অনেক কিছুই বদল করা হল। যার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক মাতৃভাষার উপর।
নতুন এই শিক্ষানীতিতে বলা হয়েছে যে কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের মাধ্যম হিসাবে স্থানীয় মাতৃভাষাকেই গুরুত্ব দেওয়া হবে। আর এই নিয়মটি যদি অষ্টম শ্রেণী পর্যন্ত বা তার বেশি করা যায়, তাহলে আরও ভালো হবে। এর পাশাপাশি সমস্ত স্কুল স্তর ও উচ্চশিক্ষাতে সংস্কৃত পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। তিনটি ভাষাতেই পড়ানো হবে।
কেন্দ্র মূলত আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদল করে করা হয়েছে শিক্ষামন্ত্রক। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার স্কিল ডেভেলপমেন্টের উপরেও গুরুত্ব দিচ্ছে। আর তাই ক্লাস ৬ থেকে প্রাকটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। উচ্চশিক্ষায় এমফিল কোর্সটি তুলে দেওয়ার কথা বলা হয়েছে।