সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই জটিলতা বাড়াচ্ছে। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। মুম্বই পুলিশের পাশাপাশি বিহার পুলিশ ও তদন্ত চালু করেছে। বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে সুশান্তের প্রিয় বন্ধু মহেশ শেঠিও আছেন। বিহার পুলিশ সুশান্তের যে কয়টি ব্যাঙ্ক একাউন্ট আছে, সেগুলির থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ।
এবার মুম্বই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনল বিহার পুলিশ। বিহার পুলিশকে সহযোগিতা করছে না মুম্বইয়ের পুলিশ। মুম্বই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেন বিহার পুলিশের AG। মুম্বই পুলিশের এই অসহযোগিতা দুর্ভাগ্যজনক, এমনই জানিয়েছে বিহার পুলিশ। এছাড়া রিয়ার আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিহার পুলিশ।
রিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। রিয়া সুশান্তের ফোন চেক করত, বাড়ির লোকের সাথে কথা বলতে দিত না। সুশান্তের সব পুরানো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নিজেই ঠিক করেন রিয়া। যা একেবারে খুশি ছিলেন না সুশান্ত। এমন তথ্যই বিহার পুলিশকে দিয়েছেন সুশান্তের প্রিয় বন্ধু মহেশ শেঠি। এর পাশাপাশি কালা জাদুর অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে। এছাড়া ১৫ কোটি টাকা কারচুপি করার অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে, যা নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর করেছেন সুশান্তের বাবা।