দেশনিউজ

শিশুদের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে সিসা, ঘনিয়ে আসছে বিপদ: UNICEF

সিসা হল এক জাতীয় শক্তিশালী নিউরোটক্সিন, যা শিশুদের মস্তিষ্কে মারাত্মক রকমের ক্ষতি করে।

Advertisement

গোটা বিশ্ব জুড়ে প্রায় ৮০ কোটি শিশুর রক্তে ক্রমে মিশে যাচ্ছে সিসা, এমনই ভয়ের কথা শোনাল UNICEF। UNICEF- এর তরফে একটি রিপোর্টের মাধ্যমে জানান হয়েছে, অ্যাসিড ব্যাটারির অবৈধ পুনর্ব্যবহার এই চরম বিপদ ডেকে আনছে। এই অ্যাসিড ব্যাটারির উপরিভাগ ভেঙে তার থেকে বিষাক্ত মশলা ছড়ানো হয়।

সেই মশলার সিসা ও অ্যাসিডের মাটিতে এসে পড়ে। এছাড়া অপরিশোধিত সিসা খোলা চুল্লিতে গলানো হয়। যেহেতু চুল্লি উন্মুক্ত থাকে তাই বিষাক্ত ধোয়া বাতাসের সঙ্গে মিশে যায়। আর এভাবেই শিশুদের রক্তে প্রবেশ করছে সিসা। যার ফলে শিশুদের শরীরে ক্রমে মারাত্মক ক্ষতি হতে পারে। সিসার কারনে স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে শিশুদের। মস্তিষ্ক সঠিকভাবে বিকশিত হওয়ার আগেই বিকল হয়ে যেতে পারে।

৫ বছরের কম বয়স যেসমস্ত শিশুর তাঁদের পক্ষে আরও ভয়ানক প্রভাব ফেলতে পারে সিসা। সিসা হল এক জাতীয় শক্তিশালী নিউরোটক্সিন, যা শিশুদের মস্তিষ্কে মারাত্মক রকমের ক্ষতি করে। আচার ব্যবহারেও পরিবর্তন দেখা দিতে পারে। যা থেকে আগামীতে অপরাধপ্রবণতা দেখা দেয়। হার্ট ও কিডনির অসুখও হতে পারে।

Related Articles

Back to top button