Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডাক্তারের ভূমিকায় এবার ভগবান গণেশ, করোনা আবহে অভিনব উদ্যোগ

শ্রেয়া চ্যাটার্জি- ব্যাঙ্গালোরের গণেশ চতুর্থী উৎসবে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গণেশ ঠাকুর। শ্রীধর যিনি এই ঠাকুর তৈরি করেছেন তিনি বলছেন, "আমরা এখন করোনা ভাইরাস এর মারন ভাইরাস এ আক্রান্ত হচ্ছি।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি- ব্যাঙ্গালোরের গণেশ চতুর্থী উৎসবে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গণেশ ঠাকুর। শ্রীধর যিনি এই ঠাকুর তৈরি করেছেন তিনি বলছেন, “আমরা এখন করোনা ভাইরাস এর মারন ভাইরাস এ আক্রান্ত হচ্ছি। তাই গণেশকে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ করা হয়েছে।”

গণেশ চতুর্থী অনুষ্ঠিত হবে এই বছর ২২ শে আগস্ট। হিন্দুদের উৎসব হিসেবে গণেশ চতুর্থী পালিত হয়। যেখানে গণপতি কৈলাস পর্বত থেকে আগত হয় মা পার্বতীর সঙ্গে। আগেকার সমস্ত গনেশ মুর্তিকে পিছনে ফেলে করোনা ভাইরাস এর আবহে গণেশ মূর্তি সেজে উঠেছে ডাক্তারের মতন করে। করোনার যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন ডাক্তার, পুলিশকর্মী, সাফাই কর্মী প্রভৃতি মানুষরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চিকিৎসকের ভূমিকায় এবার নিয়ে আসা হয়েছে গনপতি বাপ্পাকে। ঠাকুররূপী গণেশ চিকিৎসক সেজে হয়তো করোনা ভাইরাসকে এ দেশ থেকে তাড়াতে পারবে এমন আশা নিয়েই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

About Author