ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট খুললেই মিলবে ২ লক্ষ টাকার বীমা

Advertisement

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর দেশের সমস্ত নাগরিক যাতে ব্যাংকিং পরিষেবার সুযোগ পেতে পারে তার জন্য প্রধানমন্ত্রী জনধন যোজনা আনে নরেন্দ্র মোদী সরকার। এই যোজনায় সাধারণ মানুষ বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পেয়ে থাকেন। এই যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট খুললে তার সাথে বীমার সুবিধাও পাওয়া যায়। সম্প্রতি অর্থ মন্ত্রকের ডিএফএস বিভাগের তরফে জানানো হয়েছিল, জনধন যোজনার মাধ্যমে খোলা ব্যাংক অ্যাকাউন্টে বিগত কয়েক বছরে প্রায় ১.৩০ লক্ষ কোটি টাকা জমা পড়েছে এবং এই মুহূর্তে দেশে জনধন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। এই যোজনায় অ্যাকাউন্ট হোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে থাকেন।

এই যোজনায় নতুন অ্যাকাউন্ট খুলতে চাইলে নিকটবর্তী যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে। এক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ঠিকানা, নমিনি, বার্ষিক আয়, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কার্ড বা টাউন কার্ড সহ একাধিক তথ্য জমা দিতে হবে। পুরনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটিকেও জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে।

কি কি সুবিধা পাওয়া যাবে এই যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট খুললে দেখে নিন:

১. জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ বিনামূল্যে খোলা যায়, এই অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখাও বাধ্যতামূলক নয়।

২. অ্যাকাউন্ট ছয় মাস হয়ে গেলেই অ্যাকাউন্ট হোল্ডার ওভারড্রাফ্টের সুবিধা পেতে পারেন।

৩. দূর্ঘটনার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা পাবেন এই যোজনায় অ্যাকাউন্ট হোল্ডাররা। ৩০ হাজার টাকা পর্যন্ত লাইফ কভারও মিলবে।

৪. অ্যাকাউন্টের সঙ্গে ফ্রি মোবাইল ব্যাংকিং পরিষেবাও পাওয়া যাবে।

৫. দেশের যে কোনো প্রান্তেই টাকা ট্রান্সফার করা যাবে। অ্যাকাউন্ট খোলার পর রুপে কার্ড মিলবে, যার মাধ্যমে টাকা তোলা থেকে শুরু করে ডিজিটাল পেমেন্টস সমস্ত কিছুই করা যাবে।

Related Articles

Back to top button