অফবিট

কোয়েম্বাটুর চিড়িয়াখানায় জন্ম নিল রাসেল ভাইপারের ৩৩টি বাচ্চা সাপ, দেখুন

Advertisement

শ্রেয়া চ্যাটার্জী- তামিলনাড়ুর কোয়েম্বাটুরে জন্ম নিল ৩৩টি রাসেল ভাইপারের ছানা। রাসেল ভাইপার অন্য সাপেদের থেকে একটু আলাদাই হয়। তারা একসঙ্গে ৬০টি বাচ্চারও জন্ম দিতে পারে।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ সেনথিল নাথন জানান, যে বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে। তিনি আরো জানান, সব গুলিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে। কয়েক বছর আগে আরেকটি সাপ প্রায় ৬০টি ছানার জন্ম দিয়েছিল।

জুন মাসের কবিল মেড়ু এলাকাতে একটি রাসেল ভাইপার বাথরুমের মধ্যে ঢুকে পড়েছিল। উদ্ধারকার্যের সময় সাপটি ৩৫ টি বাচ্চার জন্ম দেয়। পরে তাদেরকে কানাইকাট্টি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Back to top button