প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প “আত্মনির্ভর ভারত”-এর বাস্তবায়ন ঘটাতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই উদ্দেশ্যে প্রতিরক্ষা বিষয়ক ১০১ যন্ত্রাদির আমদানি বন্ধ করতে চলেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে জানিয়েছেন এ কথা। যার ফলে পরবর্তী ৬-৭ বছরে দেশীয় সংস্থাগুলি প্রায় ৪ লক্ষ কোটি টাকার কাজ হাতে পাবে বলে ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
এই ১০১ টি সরঞ্জামের তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই যন্ত্রাদির তালিকায় অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, মন্ত্রকের এই অস্ত্রের তালিকায় আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল সহ হেলিকপ্টার, রাডার আরও অনেক কিছুই রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন ট্যুইটে জানিয়েছেন, দেশের নিজস্ব নকশায় এবার থেকে এই সমস্ত প্রতিরক্ষা সরঞ্জামগুলি তৈরি করা হবে। এই কাজে প্রতিরক্ষা মন্ত্রককে সহযোগিতা করবে ডিআরডিও। দেশীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির কাছে যা একটি বড় সুযোগ নিয়ে আসবে। দেশীয় প্রযুক্তিতে এই সমস্ত সরঞ্জাম তৈরি হলে আরও শক্তিশালী হয়ে উঠবে দেশের সশস্ত্র বাহিনী। এই কাজে স্থল ও নৌসেনার জন্য ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। অন্যদিকে, বায়ুসেনার জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। এদিন বেশ কয়েকটি ট্যুইট বার্তায় বিষয়টি সামনে এনেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।