আন্তর্জাতিকনিউজ

রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন, ভোগ খেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও

Advertisement

নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাধাকৃষ্ণ মন্দিরে গেলেন সে দেশের প্ৰধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। সম্প্রতি ভাইরাল হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন সকলকে নমস্তে বললেন এবং তারপর জুতো খুলে ঢুকে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে প্রার্থনা করে প্রসাদ খেয়ে ফিরলেন।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন যান ওই রাধাকৃষ্ণ মন্দিরে। তাঁকে সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত মুক্তেশ কে পরদেশী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওই রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার বেশ কয়েকটি ছবি তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন। মন্দিরে যাওয়ার ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জেসিন্ডা আর্ডের্নের এই সর্ব ধর্ম সমন্বয়ের প্রশংসা করেছেন নেটিজেনরা।

জুতো খুলে মন্দিরে প্রবেশ করেন তিনি। সেখানে তাঁকে উত্তরীয় ও টীকা দিয়ে স্বাগত জানানো হয়। মন্দিরের পুরোহিত মন্ত্রও উচ্চারণ করেন। পুজোর শেষে তিনি সকলকে ভারতীয় রীতি মেনে নমস্কারও করেন। প্রার্থনার পর তিনি সকলের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করেন। সেখানে জেসিন্ডা আর্ডের্নকে পুরি আর ছোলার তরকারি খেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছবি গুলি ভাইরাল হওয়ার পর থেকেই জেসিন্ডা আর্ডের্নকে প্রশংসায় ভরিয়ে দেয় নেট নাগরিকরা। ওই রাধাকৃষ্ণ মন্দিরের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও ছবি গুলি পোস্ট করা হয়জ সেখানেও জেসিন্ডা আর্ডের্নকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Related Articles

Back to top button