অনির্দিষ্ট কালের জন্য সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করলো রেল। রেলের তরফে মঙ্গলবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “দেশ জুড়ে স্পেশাল ট্রেন এবং মালগাড়ি ছাড়া অন্য সমস্ত ট্রেনই পরবর্তী নোটিশ পর্যন্ত বাতিল। এর মধ্যে লোকাল, মেট্রো, এক্সপ্রেস, মেল সমস্ত ট্রেনই আছে।”
অর্থাৎ ২৩০ টি স্পেশাল ট্রেন, মালগাড়ি চলবে। বাকি সমস্ত ট্রেনই বন্ধ থাকবে। মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বাইয়ে যেসমস্ত লোকাল ট্রেন চলছিল সেগুলিও চলবে। রাজধানী রুটে আনলক-১ পর্যায় থেকে ১০০ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সম্প্রতি মুম্বাইয়ের শহরতলিতে জরুরি ভিত্তিতে কয়েকটি লোকাল ট্রেনও চালাচ্ছিল রেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও লকডাউনের শুরু থেকেই দেশ জুড়ে মালগাড়ি চলছে। এই সমস্ত ট্রেনই চলবে বলে জানিয়ে দিয়েছে রেল। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকেই বন্ধ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। যাত্রীবাহী ট্রেন পরিষেবা আরও কিছুদিন বন্ধ থাকবে বলে জানানো হলো আজ।