দেশ জুড়ে লকডাউন জারি থাকার জন্য ভেঙে পড়েছে অর্থনৈতিক পরিকাঠামো। এই অবস্থায়, অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকাঠামোর ক্ষেত্রে বেশ কয়েকটি বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। এর আগেও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কয়েকটি বড় ঘোষণা করেছিল মোদী সরকার, এবার আরও একটি ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১৩ই আগস্ট কেন্দ্র অর্থনৈতিক ক্ষেত্রে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করতে পারে।
এর আগে দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর কেন্দ্রের তরফে দুটি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। প্রথমবারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মহিলা, গরিব ও প্রবীণ নাগরিকদের অর্থ ও খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করা হয় এবং দ্বিতীয়বারে ২০ লক্ষ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজ ঘোষণা করা হয়। কৃষি ক্ষেত্রেও একাধিক সংস্কার মূলক ঘোষণা করা হয়।
দেশীয় শিল্প গুলির আন্তর্জাতিক বাজারে যাতে টিকে থাকতে পারে তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হতে পারে নতুন ঘোষণায়। এমনকি কর কাঠামোও সংস্কার করা হতে পারে। অর্থ মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের ফলে হওয়া আর্থিক ক্ষতির থেকে যাতে শিল্প গুলি আবার ঘুরে দাঁড়াতে পারে তার জন্যই এই আর্থিক পদক্ষেপ নেওয়া হবে। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করবে কেন্দ্র।
মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে শিল্পোৎপাদন কমেছে ৩৬ শতাংশ। যদিও এর জন্যে অনেকাংশে দেশে জারি থাকা লকডাউন দায়ী। এই অবস্থায় কেন্দ্রের তরফে সমীক্ষা করে দেখা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। কোন কোন পদক্ষেপ নিলে আন্তর্জাতিক শিল্পমহল ভারতে বিনিয়োগ করতে আগ্রহী হবে সেগুলি খতিয়ে দেখছে কেন্দ্র। নতুন আর্থিক প্যাকেজে তার উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
দেশীয় শিল্পকে চাঙ্গা করতে ইমপোর্ট ডিউটি বাড়ানো হতে পারে। কারণ, সরকার মনে করছে বিদেশি পণ্যের দাম বেশি হলে দেশে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়বে। এখন দেখার নতুন ঘোষণায় কেন্দ্র সরকার আর কি কি আর্থিক সুবিধা দেয়।