মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া। এবার ‘স্পুটনিক-৫’ নামের এই ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য রাশিয়ার কাছে চেয়ে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। WHO এর তরফে এই ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য খুব ভালোভাবে খতিয়ে দেখা হবে।
গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক-৫’ এর ঘোষণা করেন। করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু তাদের পিছনে ফেলে রাশিয়ায় বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। গতকালই রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, বুধবার অর্থাৎ ১২ই আগস্ট থেকে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।
এরপরই WHO এর তরফে জানানো হয় তারা রাশিয়ার এই ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য খতিয়ে দেখবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় WHO এর মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ‘আমরা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ভ্যাকসিনের বিস্তারিত তথ্য পর্যালোচনার বিষয়ে আলোচনা করছি। ভ্যাকসিনের সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হবে।”
বিশ্বজুড়ে মোট ১৬৮টি করোনার ভ্যাকসিনের পরীক্ষা চলছে, মঙ্গলবার জানিয়েছে WHO. এর মধ্যে ২৮ টি ভ্যাকসিনের মানুষের দেহে পরীক্ষা করাও হয়েছে এবং ৬ টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে আছে। গতকাল রাশিয়ার তরফে আরও জানানো হয়, সেপ্টেম্বর মাস থেকে ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে। ইতিমধ্যেই ২০ টি দেশ এক বিলিয়নের বেশি ডোজ প্রি-অর্ডার করেছে বলেও জানায় তারা।