করোনার শিকার হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস, ৫ অগস্ট একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী
বহুপ্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয়েছে গত ৫ই আগস্ট। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবাত, রামমন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস সহ দেশের আরও খ্যাতনামা ব্যক্তিবর্গ। করোনা আবহের মধ্যেও সেদিন মেনে চলা হয়নি সামাজিক দূরত্ব।
এবার করোনা আক্রান্ত হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। ভূমিপুজো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে ছিলেন তিনি। তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই
একটি ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিনা মাস্কে প্রধানমন্ত্রীর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি।
উল্লেখযোগ্য, রামমন্দিরের এক সহকারী পুরোহিতের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল ভূমিপুজোর সপ্তাহখানেক আগেই। একইসাথে সংক্রমিত হয়েছিলেন রামমন্দির প্রাঙ্গনের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও। এবার নিত্যগোপাল দাস আক্রান্ত হওয়ার পর উদ্বেগ দেখা দিয়েছে গেরুয়া শিবিরে।