করোনার প্রকোপের জেরে লক ডাউনের মাঝেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে গত জুলাইয়ের ১৭ তারিখ। আর এরপর গত ১০ই আগস্ট থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মারণ করোনার জেরে এবছরের চিত্রটা একটু আলাদা। করোনার জেরে এবার সবকিছুই অনলাইনে। কলেজে দাঁড়িয়ে দীর্ঘ লাইনের দিন শেষ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রসেসিং ফি-তে বেশি টাকা তুলছে কলেজ কতৃপক্ষ। কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার পর এমনই অভিযোগ যায় উচ্চশিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
এই ঘটনার পর এবার কলেজের ভর্তির প্রসেসিং ফি বেঁধে দিল উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের তরফে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়। জানা গিয়েছে, কোনো কোনো কলেজে ৩৫০ থেকে ৪০০ টাকাও নেওয়া হচ্ছে। বর্তমান সময়ে প্রায় সকলের আর্থিক পরিস্থিতি সঙ্গীন। যার ফলে এবার কলেজের ভর্তির প্রসেসিং ফি বেঁধে দিল সরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই মর্মে চিঠি লেখেন রাজ্য সরকারের বিশেষ সচিব শিলাদিত্য বসুরায়।
জানান হয়েছে, প্রতিটি কলেজে প্রসেসিং ফি সর্বোচ্চ ১৫০ টাকা নেওয়া যাবে। কিন্তু ১৫০ টাকার বেশি কোনো কলেজ প্রসেসিং ফি নিলে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাই কলেজগুলির ইচ্ছামতো প্রসেসিং ফি নেওয়া চলবে না। তার ক্ষেত্রে এবার ফি বেঁধে দিল উচ্চশিক্ষা দপ্তর। তবে ভর্তির ক্ষেত্রে কী করা হবে সে বিষয়ে কিছু জানান হয়নি।