Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার স্বাস্থ্য ক্ষেত্রে চালু হতে পারে ‘এক দেশ, এক হেলথ কার্ড’

দেশের যে কোনো প্রান্ত থেকে যাতে সাধারণ নাগরিক রেশন পায় তার জন্য আগেই চালু হয়েছিল 'এক দেশ, এক রেশন কার্ড'। এবার স্বাস্থ্য ক্ষেত্রেও একইরকম প্রকল্পের ঘোষণা করতে পারে কেন্দ্র। 'এক…

Avatar

দেশের যে কোনো প্রান্ত থেকে যাতে সাধারণ নাগরিক রেশন পায় তার জন্য আগেই চালু হয়েছিল ‘এক দেশ, এক রেশন কার্ড’। এবার স্বাস্থ্য ক্ষেত্রেও একইরকম প্রকল্পের ঘোষণা করতে পারে কেন্দ্র। ‘এক দেশ, এক রেশন কার্ড’ এর আদলে এবার কেন্দ্র চালু করতে পারে ‘এক দেশ, এক হেলথ কার্ড’। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্র। ১৫ই আগস্ট রাষ্ট্রীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার৷ সেখানেই হতে পারে এই ‘এক দেশ, এক হেলথ কার্ড’ এর ঘোষণা।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই প্রকল্পে প্রত্যেক নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য একটি জায়গায় সংরক্ষিত থাকবে। আধার কার্ডের মতো প্রতি নাগরিকের হেলথ কার্ড তৈরি করা হবে। এই তথ্য ভান্ডারেই দেশের সমস্ত চিকিৎসকদের তালিকা সহ চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয়ই নথিবদ্ধ থাকবে। এই প্রকল্পে দেশের প্রতিটি নাগরিকের এখনও পর্যন্ত হওয়া চিকিৎসা এবং আগামী দিনে হওয়া চিকিৎসার সমস্ত তথ্য এক জায়গায় মিলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন এই প্রকল্পে দেশের প্রতিটি নাগরিকের একটি হেলথ কার্ড বানানো হবে। যেখানে তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ভবিষ্যতে সমস্ত রকমের টেস্ট এবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷ অর্থাৎ, পরবর্তীতে কোনো চিকিৎসা করাতে গেলে কনক কাগজপত্র নিয়ে যেতে হবেনা। বিস্তারিত সমস্ত কিছুই এই কার্ডে সংরক্ষিত থাকবে।

এই প্রকল্পের জন্য, দেশের সমস্ত হাসপাতাল, চিকিৎসক, ক্লিনিক গুলিকে একটি সার্ভারের সাথে যুক্ত করা হবে। তবে এও জানা যাচ্ছে, সরকারের নতুন এই প্রকল্পে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কোনো নাগরিক, হাসপাতাল বা চিকিৎসক না চাইলে এই প্রকল্পে যুক্ত নাও হতে পারেন।

About Author