৭৪ তম ভারতের স্বাধীনতা দিবস বিশ্বের প্রায় প্রতিটি কোণায় উদযাপনের প্রস্তুতি চলছে। এ বছর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ভারতের তেরঙ্গা পতাকাটি ১৫ আগস্ট প্রথমবারের জন্য কানাডার সুদৃশ্য নায়াগ্রা জলপ্রপাতে উত্তোলন করা হবে। ১৫ ই আগস্ট সন্ধ্যায় পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। নায়াগ্রা জলপ্রপাত ছাড়াও রবিবার টরন্টোর ৫৫৫ মিটার উঁচু সিএন টাওয়ার সহ কানাডার অন্যান্য উল্লেখযোগ্য বেশ কয়েকটি স্থানেও উড়বে তেরঙ্গা পতাকা।
কোভিড ১৯ জনিত বিধিনিষেধের কারণে স্বাধীনতা দিবস ভার্চুয়াল উদযাপন এ বছর হবে। পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং ও আমাদের জাতীয় সংগীত একসাথে গাওয়ার জন্য সকাল ১০ টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি। টরন্টোয় নিযুক্ত ভারতের কনসাল জেনারেল অপূর্ব শ্রীবাস্তব হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এটি অত্যন্ত গর্বের বিষয় যে এই স্বাধীনতা দিবসে নায়াগ্রা জলপ্রপাত, সিএন টাওয়ার ও টরন্টোর মতো উল্লেখযোগ্য স্থানে ভারতের তেরঙ্গা পতাকা উড়বে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রেও একটি শীর্ষস্থানীয় ডায়াস্পোরা গোষ্ঠীর সৌজন্যে ১৫ ই আগস্ট টাইমস স্কোয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হবে। ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য ভারতের তেরঙ্গা পতাকাটি উত্তোলিত হবে। নিউ ইয়র্কের ত্রি-রাষ্ট্রীয় অঞ্চল ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (এফআইএ), নিউ জার্সি এবং কানেক্টিকাট এক বিবৃতিতে জানিয়েছে যে, ২০২০ সালের ১৫ ই আগস্ট প্রথম পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে তারা ইতিহাস তৈরি করবে।