দেশনিউজ

আজ পবিত্র ঈদ! খুশি নন কাশ্মীরের মানুষজন, কারন জেনে নিন!

Advertisement

অরূপ মাহাত: ৩৭০ ধারা বিলোপের পর থেকে আশঙ্কা করা হচ্ছে কাশ্মীরে গন্ডগোল হতে পারে। তবে এখনও পর্যন্ত শান্তই রয়েছে উপত্যকা। জারি রয়েছে কার্ফু। সেনা টহলদারি চলছে। ইন্টারনেট সহ সমস্ত পরিষেবা ব্যাহত। এরই মাঝে পালিত হচ্ছে পবিত্র ঈদ। আজ, সোমবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। তবে খুশিতে নেই উপত্যকার মন। বেশ কিছু দিন ধরে কার্ফু জারি থাকার কারণে টান পড়েছে রসদেও।

এদিকে ভারত সরকার ঈদ নজরদারি বাড়িয়েছে। কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে। উত্তেজনা বেড়েছে নিয়ন্ত্রণ রেখায়। এই অবস্থায় কোন রকম ঝুঁকি নিতে যায়নি প্রশাসন। কাশ্মীরে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। বিরোধীরা অবশ্য এতে খুব খুশি নন।

প্রশাসন সূত্রে খবর, ঈদ উপলক্ষ্যে বড় মসজিদগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় ছোট মসজিদে ঈদের নামাজ পড়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এমন এক পরিস্থিতির মধ্যে আজ পবিত্র ঈদের দিনও থমথমে গোটা উপত্যকা।

Related Articles

Back to top button