Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভ্যাকসিন নেওয়ার পর পুটিনের মেয়ের মৃত্যু সংবাদ কতটা সত্যি? জানুন বিস্তারিত

ঋদ্ধিমান রায়: রাশিয়ার তৈরি রেজিস্টার্ড ভ্যাকসিন প্রথম দেওয়া হয় রাষ্ট্রপতি পুটিনের মেয়েকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পুটিনের মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি ওঠে। TorentoToday.net ওয়েবসাইট প্রথমে এই তথ্য প্রচার করে। তারা…

Avatar

ঋদ্ধিমান রায়: রাশিয়ার তৈরি রেজিস্টার্ড ভ্যাকসিন প্রথম দেওয়া হয় রাষ্ট্রপতি পুটিনের মেয়েকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পুটিনের মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি ওঠে। TorentoToday.net ওয়েবসাইট প্রথমে এই তথ্য প্রচার করে। তারা প্রচার করে গত ১৫ আগস্ট রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিন নেওয়ার পরই নাকি মৃত্যু হয় পুটিনের মেয়ের।ভ্যাকসিন নেওয়ার পর পুটিনের মেয়ের মৃত্যু সংবাদ কতটা সত্যি? জানুন বিস্তারিত

এই চাঞ্চল্যকর খবর নিয়র প্রাথমিক ভাবে শোরগোল পড়ে গেলেও পরে জানা যায় খবরটি ভুয়ো। বস্তুত, পুটিনের মেয়ের মৃত্যু হয়েছে বলে মস্কো কিংবা পুটিনের পরিবারের তরফেও কোনো রকম বিবৃতি আসে নি। এমন সংবাদ প্রকাশ করে নি রাশিয়ারও কোনো সংবাদমাধ্যম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিস্তারিত খোঁজ খবর নিলে জানা যায় ওই ওয়েবসাইটটি আসলে একটি জ্যোতিষ ওয়েবসাইটের ইউটিউব ভিডির কথা বলে। সেখানেই লেখা ছিল–‘সত্যি হতেও পারে, নাও হতে পারে।’ পরে অবশ্য ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, প্রথম রেজিস্টার্ড ভ্যাকসিন দেওয়ার আগে পুটিনের মেয়ের শরীরের তাপমাত্রা ছিল ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট। তাঁর শরীরে ভ্যাকসিন প্রয়োগের পরের দিন তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। পরে মেয়ের অবস্থা স্বাভাবিক বলেও জানান রাশিয়ার রাষ্ট্রপতি।

About Author