নয়াদিল্লি : বিগত তিন দিন ধরে কংগ্রেসের সভাপতিত্ব করা নিয়ে ধুন্দুমার হওয়ার পরেও চুপ করে বসে নেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আজ টুইটারে আবার একবার বিতর্কিত মন্তব্য করে তিনি শিরোনামের কেন্দ্রবিন্দুতে এসেছেন। কিছুদিন আগেই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বক্তব্য রেখেছিলেন, “ভগবানের মার পড়েছে অর্থনীতির উপর, তাই এবছর অর্থনৈতিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকবে। আর এবার সেই বক্তব্যকে সরাসরি নিশানা করে ভারতের রাজনীতিকে একহাত নিলেন রাহুল গান্ধী।
টুইটারে ভারতের অর্থনীতির অচল অবস্থার কারনও ব্যাখ্যা দেন তিনি। ভারতের অর্থনীতির পতনের মূলে তিনটি বিষয়কে নিশানা করেছেন রাহুল গান্ধী। প্রথম নোটবাতিল, দ্বিতিয় জিএসটি এবং তৃতীয় লকডাউনের ব্যর্থতা। বছরের প্রথম থেকেই বিরোধী দলগুলির মধ্যে অনেকেই দেশের অর্থনীতি নিয়ে সরব হয়েছেন। এমনকি এই বিষয় নিয়ে কেন্দ্রকে সতর্ক হতে বলা হলেও কেন্দ্র তা ফুঁৎকারে উড়িয়ে নিজের মতন কাজ করে গেছে।
কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রাহুল গান্ধী। টুইটের মাধ্যমে তিনি নিম্নোক্ত কারণগুলিকেই দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য দায়ি করেছেন।
India’s economy has been destroyed by three actions:
1. Demonetisation
2. Flawed GST
3. Failed lockdownAnything else is a lie.https://t.co/IOVPDAG2cv
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2020