ওড়িশা : নিট এবং জেইই ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিলো ওড়িশা সরকার। পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া এবং যাতায়াতের খরচ বহন করবে ওড়িশা সরকার৷ ওড়িশার মুখ্য সচিব এ কে ত্রিপাঠী জানিয়েছেন পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তারা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাই নিচ্ছে ওড়িশা রাজ্য সরকার৷ বেশ কিছুদিন ধরেই নিট এবং জেইই পরীক্ষা নিয়ে সারা দেশে তোলপাড় কাণ্ড চলছে।
করোনা আবহে বিগত তিন মাস ধরে পরীক্ষা পিছোতে পিছোতে অবশেষে তা সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। আর সেই খবর পাওয়া মাত্রই কপালে চিন্তার ভাজ পড়েছে দেশের ছাত্রছাত্রীদের কপালে। যেখানে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সেখানে এতোজনের মাঝে গিয়ে পরীক্ষা দেওয়ার বিষয় নতুন করে আবার কি দিন দেখাবে সেই নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন প্রত্যেক দেশবাসী।
পরীক্ষার্থীদের বিশেষ ছাড় দিতে তাদের অ্যাডমিট কার্ডকেই পাস হিসেবে গণ্য করা হবে৷ ওড়িশা সরকার জানিয়েছে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় যেকোনো সুবিধা পেতে নোডাল অফিসে তাদের যাবতীয় তথ্য জানাতে পারবে ৩১ অগাস্টের মধ্যে৷ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আইটিআই, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির হোস্টেলে থাকার ব্যবস্থাও করা হবে, পড়ুয়াদের এই নিয়ে কিছুই ভাবতে হবে না৷
ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরের ২৬টি কেন্দ্রে জেইই পরীক্ষা দেবে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী৷ তাই তাদের সুরক্ষা আর সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা রাজ্য সরকার। পরীক্ষা, থাকা ,খাওয়ার ব্যবস্থার পাশাপাশি মানা হবে করোনা বিধি।