করোনা আবহের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল ২০২০। তবে এদেশে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এবারের আইপিএল আসর। তবে এবারের সফরে আর নিজের এক্স ফ্যাক্টর দেখাতে পারবেন না চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার সুরেশ রায়না। আইপিএল ছেড়ে দুবাই থেকে তড়িঘড়ি দেশে ফিরতে চলেছেন তিনি।
তবে কী কারণ, তা নিয়ে সিএসকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, খুন হয়েছেন রায়নার পিসেমশাই। পাঞ্জাবে থাকা এই পিসেমশাইকে নিজের বাবার মতো শ্রদ্ধা করতেন রায়না। তাই আকস্মিকভাবে তাঁর এই খুন হওয়াকে মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাঁর পরিবারের লোকজনও এই ঘটনায় ভেঙে পড়েছেন। তাই তড়িঘড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রায়না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, আইপিএল শুরু হওয়ার আগে প্রত্যেক দলের ক্রিকেটার সহ সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা যথাযথভাবে করা হচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আর সেই প্রক্রিয়াতেই ইতিমধ্যে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সহ মোট এগারো জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এরমধ্যে রায়নার দল থেকে ছিটকে যাওয়ার খবর নিঃসন্দেহে সিএসকে এবং রায়না ভক্তদের হতাশ করেছে।