“সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…”
হেমন্ত মুখোপাধ্যায় আর শ্রাবন্তী মজুমদার- এর গাওয়া গান আজও অমর। বাবা আর মেয়ের ভালবাসার কথা মনে হলেই এই গানের লাইনটা মনে আসে। আপনাদেরও নিশ্চয় আসে? এই স্টোরি লেখার সময় আমরা এক মেয়ে আর বাবা কে নিয়েই আলোচনা করবো। মেয়ের চরিত্রে রয়েছে বছর ১০ এর মিথিলা কন্যা আয়রা। অন্যদিকে বাবার ভুমিকায় রয়েছেন কাকাবাবুর প্রত্যাবর্তন-এর সৃজিত মুখোপাধ্যায়।
না এটি কোন সিনেমার দৃশ্য নয়। রিয়েল লাইফের এক চিত্র। যেখানে বাবার সমস্ত বুক জুড়ে শুয়ে আছে একরত্তি মেয়ে আয়রা। বায়োলজিক্যাল ফাদার না হলেও পিতৃত্বের কোন খামতি যে সৃজিত রাখেন না তা এই ছবিতে স্পষ্ট।
Gaan tumi hou aamar meyer ghumie pawra mukh… pic.twitter.com/y1H9xDbaWk
— Srijit Mukherji (@srijitspeaketh) August 30, 2020
২০১৯-এর শেষেই মিথিলাকে নিজের জীবনে আনেন সৃজিত। মিথিলার পাশাপাশি মিথিলার মেয়েকেও আপন করে নিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শ্যুটিং ও লকডাউনের মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। মিথিলা আর মেয়েকে সেভাবে কাছে পাননি পরিচালক। দুই প্রান্তে থাকা সৃজিত মিথিলার ভালোবাসা প্রতিমুহূর্তের ছবি জানান দিত তাঁদের সম্পর্ক কতটা গভীর। এবারে সেই গভীরতার ছাপ এসে পরে মেয়ের জন্যেও। সৃজিত যে মেয়ের প্রতিও সমান ভালোবাসা রাখেন তার প্রকাশ এই ছবিতে স্পষ্ট।
সৃজিতের এমন পোস্টে মুগ্ধ তাঁর ভক্তমহল। অনেকে বলেন এটা সৃজিতের সেরা ছবি। তাঁর এই পোস্টে প্রচুর মানুষ কমেন্ট করেন। লাইকের বন্যা বয় এই পোস্ট কে কেন্দ্র করে। উল্লেখ্য, সৃজিত তাঁর এই ছবির সঙ্গে একটি সুন্দর ক্যাপশন দেন – “গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ।”