খেলা

তরুণ ভক্তের কাণ্ড দেখে আপ্লুত সালাহ!

Advertisement

মহম্মদ সালাহ মিশরীয় এই তারকা ফুটবলারের আনফিল্ডের সবুজ গালিচায় নরিচ বধের পরের দিনই ভাইরাল তার পোস্ট। সালহা কে একঝলক দেখার জন্য রক্তাক্ত হলো এক খুদে সমর্থক। এদিন সকালে ট্রেনিং সেরে বেড়িয়ে যাওয়ার পথে সালাহার গাড়ির পিছনে দৌড়ান দুই ভাই ফাউলার ও আইজ্যাক। কিন্তু এরপরেই ল্যাম্পপোস্ট এ ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় ফাউলার ও তার নাক ফেটে রক্ত বেরোতে থাকে। এরপরেই গাড়ি থামিয়ে নেমে আসেন সালাহ খুদে সমর্থককে জড়িয়ে ধরেন এবং সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্ষমা চান তিনি বলেন ফাউলারের এই অবস্থার জন্য তিনিও দায়ী। ফাউলারের বাবা জানান তাদের বাড়ি ওই অঞ্চলে থাকায় তার দুই ছেলে ট্রেনিং দেখতে যায় এবং সেখানেই ফাউলার সালাহের গাড়ির দিকে দৌড়ান এবং ধাক্কা লেগিয়ে রক্তাক্ত হন। তবে এতো কিছু করার পরে সালাহ এর আলিঙ্গন পেয়ে খুশির আনন্দে ব্যাথা ভুলেছেন ছোট্ট ফাউলার।

Related Articles

Back to top button