গতকালই আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে।
অন্যদিকে, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টিপাত।