বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী ও রুমকি চট্টোপাধ্যায়-এর সন্তান আবীর এখনও পর্যন্ত সেরা ব্যোমকেশের তালিকায় আছেন এবং সেকথা আবারও প্রমাণ হল। বাংলা শিশুসাহিত্যের দুই বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী ও ফেলুদার ভূমিকাতেও অভিনয় করেছেন আবীর। এরপর থেকে আবির বাঙালি দর্শকদের মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। হরহর ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র, বিদায় ব্যোমকেশ, আবার ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সীর মত হিট হিট মুভি উপহার দিয়েছেন বাঙালীর এক হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায়।
নাহ, ব্যোমকেশের চরিত্রে অনেকে অভিনয় করেছেন। স্বয়ং উত্তম কুমারও এই চরিত্রে পাঠ করেছিলেন। তবে এখনকার সেরা ব্যোমকেশের তকমা এসে জুটেছে কিন্তু আবীরের ঝুলিতেই। সাদা পাঞ্জাবী, ধুতি, হাতে চুরুট বা সিগার উফফফফ বাঙালী হৃদয় এতেই কাঁত। যাইহোক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’ নিয়ে এ পর্যন্ত যত ছবি হয়েছে, সবই মোটামুটি হিট। সেই সঙ্গে পাল্লা দিয়ে বদল হয়েছে চরিত্রের মুখ।
তবে, এসভিএফ-এর ঘর থেকে অরিন্দম শীলের চলে যাবার পরে ব্যোমকেশের চরিত্রে নতুন মুখ এবং নতুন পরিচালক নেওয়ার খবর শোনা যায়। সেইসঙ্গে নাম আসে আবীরের। অনির্বাণ যেমন ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশ বক্সীর চরিত্র করছেন, তেমনটাই করবেন, কিন্তু সত্যান্বেষীর চরিত্রে থাকবেন আবীরই। পরিচালনায় থাকবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পেয়েছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় স্বরচিত কাহিনি অবলম্বনে ‘গুপ্তধনের সন্ধানে’।
এখানেও আবীর ছিলেন মুখ্য চরিত্রে, সুবর্ণ সেন ওরফে সোনাদা। এরপর আবারও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সত্যান্বেষীর চরিত্রে থাকবেন বাঙালীর ক্রাশ আবীর। এখনও পর্যন্ত সিনেমা হলগুলি খোলার অনুমুতি পায়নি। এই ব্যপারে দেব, পরম্ব্রত, মিমি, নুসরাত সহ অনেকেই আর্জি জানিয়েছেন । আনলক ৪ চালু হবার সাথে সাথে যদি প্রেক্ষাগৃহ গুলি খুলে দেওয়া হয়। যদিও এইব্যপারে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হয়নি সরকার। তবে আবীরকে আবারও খুব কাছে থেকে পাবে বাঙালী হৃদয়।