কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও অসমের উপর জোড়া ঘূর্ণবাতের প্রভাবে দিনভর বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির মাত্রা উত্তরবঙ্গে ফের বাড়বে বলেই জানা গিয়েছে।
কলকাতায় আজ, বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। যদিও সকালের দিকে রোদের দেখা মিলেছিল, তবুও মেঘলা আকাশ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সপ্তাহ জুড়ে বৃষ্টির ভ্রুকুটি নিয়েই রাজ্যবাসীকে চলতে হবে, এমনটা বলাই যায়।