কলকাতা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সারদিন বৃষ্টি চলেছে কলকাতা জুড়ে। কিন্তু মঙ্গলবার সারাদিন বৃষ্টির পরে বুধবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ সকাল থেকেই কলকাতায় ছিলো মেঘলা আকাশ ও মাঝে মাঝে চলছে হালকা বৃষ্টি। তবে গত বছরের তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ গড়ে স্বাভাবিকের থেকে ১০ শতাংশের বেশি। এমনকি দক্ষিণ ও মধ্য ভারতেও আগের বছরের তুলনায় এই বছর বেশি বৃষ্টি হয়েছে বলে মত আবহাওয়া দপ্তরের।
হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার অনেক জায়গাতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। এমনকি বেশি বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কমলা বা লাল সতর্কবার্তা জারি করেছে, কিন্তু আপাতত নেই বন্যার আশঙ্কা।