দেশনিউজ

৩ সেপ্টেম্বর ভারত-মার্কিন ফোরামের লিডারশিপ সামিটে ভাষণ দিতে চলেছেন নরেন্দ্র মোদী

Advertisement

ভারত : আগামিকাল ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের তৃতীয় লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন আগামি ৩রা সেপ্টেম্বর এই বিষয় নিয়ে ভাষণ দিতে চলেছেন মোদীজি।

মোদী ছাড়াও এই এই সামিটে উপস্থিত থাকবেন শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব, সরকারি আধিকারিক এবং অন্যান্য নেতারা। সামিটের আলোচনার বিষয় হতে চলেছে স্বাস্থ্য ও প্রযুক্তি-সহ বিভিন্ন বিষয়, দু দেশের পারস্পরিক সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং কৌশলগত শক্তির বন্ধন।

ইউএসপিআইএসপিএফ-এর সভাপতি মুকেশ আঘি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএসপিআইএসপিএফ -এর বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য সময় বের করতে পারায় আমরা সম্মানিত। বাণিজ্য, সংস্কৃতি, ভূ-রাজনৈতিক, কূটনীতি ও বৈজ্ঞানিক দিক থেকে পারস্পরিক সমঝোতায় গড়ে উঠেছে এই পার্টনারশিপ। আন্তর্জাতিক আইন রক্ষা সুনিশ্চিত করতে দুই দেশকে আরও কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে চিনের আগ্রাসী মনোভাব”।

গত সোমবার থেকে শুরু হওয়া ইউ-ইন্ডিয়া উইক নেভিগেটিং নিউ চ্যালেঞ্জেস শীর্ষক এই সপ্তাহব্যাপী সামিট চলবে আরো কিছুদিন।

Related Articles

Back to top button