নিউজরাজ্য

১১ বছর পর আবার চালু হতে চলেছে কলকাতা-লন্ডন উড়ান

Advertisement

কলকাতা: বাম আমলের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন উড়ান। সেই সব অতীত ফিকে করে আরও একবার চালু হতে চলেছে এই উড়ান। করোনা আবহে থমকে গেছে দেশের সমস্ত পরিবহন ব্যবস্থা। এমনকি করোনার বিভিন্ন নিয়মবিধির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বিমান পরিবহণ শিল্প।

পরিস্থিতি আবার আগের মতন স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। যদিও কিছু কিছু ক্ষেত্রে মিলছে বিমান পরিষেবা। কিন্তু তাও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে বিমান পরিবহণ শিল্প। কলকাতায় ছ’টি শহর থেকে বিমান ওঠানামার ওপর এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা।

বিমানবন্দরের এক কর্তা এদিন বলেন, “বন্দে ভারত এর ভারত-ব্রিটেন এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট চালু হচ্ছে। নিঃসন্দেহে তা কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে খুবই সুখবর।”  ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন, “কলকাতার সঙ্গে লন্ডনের অনেক পুরনো সম্পর্ক। কলকাতা-লন্ডন উড়ান চালু হলে যাত্রীরও অভাব হবে না। কাজেই, শুধু পর্যটন বা বিমান পরিবহণ শিল্পের জন্য নয়, সার্বিক অর্থনীতির জন্যই এটা দারুণ খবর।”

Related Articles

Back to top button