Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের মঞ্চ বাঁধতে গিয়ে পুলিশি বিপাকে বিজেপি

মেদিনীপুর: আজ, শুক্রবার সারা রাজ্য জুড়ে 'গণতন্ত্র বাঁচাও' ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আর এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করতে গিয়ে বিপত্তি। পুলিশের কাছ থেকে কোনও অনুমতি…

Avatar

মেদিনীপুর: আজ, শুক্রবার সারা রাজ্য জুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আর এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করতে গিয়ে বিপত্তি। পুলিশের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই ‘গণতন্ত্র বাঁচাও’ অবস্থানের প্রস্তুতিতে মঞ্চ তৈরি করতে শুরু করেন বিজেপি কর্মীরা। অবশেষে পুলিশের কড়া মনোভাবে সেই মঞ্চ সরাতে বাধ্য হয় বিজেপি।

পূর্ব ঘোষণা মত এইডাককে মাথায় রেখে মেদিনীপুরের এলআইসি চকে জোরকদমে চলে মঞ্চ তৈরির কাজ। তবে সে কাজ অসমাপ্ত রয়ে গেল। মঞ্চ সরানোর নির্দেশ দেয় মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। তবে মঞ্চ সরানোর আগে বহুবার বিজেপির পক্ষ থেকে পুলিশকে বোঝানো হয়। কিন্তু পুলিশ কোনও কিছু শুনতে নারাজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জেলা বিজেপির পক্ষ থেকে জেলা বিজেপির সভাপতি সমিত কুমার দাস পুলিশের সঙ্গে কথা বলতে চান। কিন্তু পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে নারাজ। তাঁর কোনও কথাতেই কর্ণপাত করেনি কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে সমিত কুমার দাস শাসকদলকেই ঘটনার জন্য দায়ী করেন।

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আগে থেকেই মঞ্চ তৈরির কাজ করছিলাম। কিন্তু প্রথমে কোনও বাধা আসেনি। হঠাৎ পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়া হয়। পুরোটাই শাসক দলের কথাতেই ঘটেছে তা বেশ বুঝতে পারছি। তা না হলে পুলিশ শেষ মুহূর্তে এসে এভাবে আমাদের হেনস্থা করত না।’

শুধু তাই নয়, উপযুক্ত নথি দেখানোর পরেও পুলিশ মঞ্চ তৈরির কাজে বাধা দেয় বলেও অভিযোগ করেছেন সমিত কুমার দাস। যদিও তাঁর অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেছেন, ‘অনুমতি না নিয়ে মঞ্চ তৈরি করা হয়েছিল। করোনা পরিস্থিতিতে অনুমতি না নিয়ে কোনও কাজ করা উচিত নয়, তাই পুলিশ নিজের দায়িত্ব পালন করেছে।’

About Author