কলকাতা: চলতি মাসের ১৪ তারিখ থেকে চলতে পারে মেট্রো। আনলক-৪ এ মেট্রো চালানোর ছাড়পত্র মিললেও, এখন মেট্রো কর্তৃপক্ষের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় ভিড় নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার মেট্রোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কথা হলেও, শুক্রবার ফের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। আপাতত বৈঠক শেষে রাজ্য সরকার জানায় ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বিশেষ কিছু পদক্ষেপ। এমনকি ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার জন্য বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার কথা জানায় রাজ্য। অবশ্য সেই নিয়ে কিছু না বললেও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে একটা কিছু ব্যবস্থা তারা করবে। ভিড় নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে স্মার্ট কার্ড ইউজার অ্যাপে ঢুকে পাসের জন্য আবেদন করার কথাও বলা হয়েছে। অ্যাপের মাধ্যমেই যাত্রীদের পাস দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় এবং ঢোকার সময় দেখাতে হবে অ্যাপ পাস এবং স্মার্ট কার্ড। তবে এক্ষেত্রে দুটোই থাকা জরুরি, একটি না থাকলেও যাত্রীদের মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেবে না মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও ভিড় ঠেকানোর পাশাপাশি নেওয়া হবে আরও অনেক ব্যবস্থা।
গতকাল মেট্রো চালানোর বিধি নিষেধের পাশাপাশি জানানো সব নিয়ম নির্দেশিকা। যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে। যদি কেউ টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার করে তবে সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে।
স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে, এমনকি প্রত্যেক যাত্রীদের জন্য রাখতে হবে স্যানিটাইজার। ভিড় নিয়ন্ত্রণে যৌথভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ ও আরপিএফ । এমনকি করোনা নিয়ে সচেতনতা বাড়ানোর লাগানো হবে পোস্টার এবং হোর্ডিং।