Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহালয়ার দিন দেবী দুর্গার ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ করতে চলেছেন একঝাক টেলি তারকারা

১৭ ই সেপ্টেম্বর ২০২০ র মহালয়ার পুণ্য লগ্নে একঝাক টেলি তারকা আয়োজন করতে চলেছে মহিষাসুরমর্দিনীর বিশেষ অনুষ্ঠান। সেই ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে এই মহালয়ার দিন কাক ভোরে ঘুম থেকে উঠে…

Avatar

১৭ ই সেপ্টেম্বর ২০২০ র মহালয়ার পুণ্য লগ্নে একঝাক টেলি তারকা আয়োজন করতে চলেছে মহিষাসুরমর্দিনীর বিশেষ অনুষ্ঠান। সেই ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে এই মহালয়ার দিন কাক ভোরে ঘুম থেকে উঠে বসে যেতাম ছোট্ট রেডিও নিয়ে। শুনতাম চণ্ডীপাঠ। এখনও সেই স্মৃতি ম্লান হয়নি। এখনও প্রায় সবাই বিশেষ এই দিনে রেডিওকে বিশেষ সঙ্গী বানিয়ে নেয়।

তবে রেডিওর সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছিয়েছে টেলিভিশনও। রেডিও চণ্ডীপাঠ শোনার পর বাঙালী জীবন সেই টেলিভিশনে গিয়েই কড়া নাড়ে। তাই এই গুরুত্বপূর্ণ বছরেও টেলিভিশনের তারকারা এগিয়ে এসেছেন মহালয়ার শুভ অনুষ্ঠানে নিজেদের নিয়োগ করতে। জি বাংলার এই বিশেষ প্রয়াস-‘দূর্গা সপ্তশতী সম্ভবামি যুগে যুগে’, মহিষাসুরমর্দিনীর ভিন্ন রূপ নিয়ে প্রকাশ্যে এলেন দিতিপ্রিয়া থেকে স্বস্তিকা সহ অন্যান্য টেলি অভিনেত্রীরা।

এই বছর, যোগমায়া রূপে সাজবেন টেলি অভিনেত্রী দেবাদ্রিতা বসু। দেবী পার্বতী ‘কৌশিকী’র রূপ নিয়ে রক্তবীজ নামক ভয়ানক অসুরকে সংহার করবেন দিতিপ্রিয়া রায়। ১৪ টি অসুরের জন্ম দেন কাশ্যপ মুনির কন্যা সিংহিকা, আর তাঁদের বধ করবেন রক্তদন্তিকা, এই বেশ ধারন করবেন টেলি অভিনেত্রী তিয়াষা রায়। দুর্ভিক্ষের অবসান ঘটাবেন শতাক্ষী রূপ, এই রূপে সাজবেন কাদম্বিনীর উসষী রায়। অন্যদিকে, দেবীর শাকম্ভরী রূপ নেবেন সম্প্রীতি সরকার। দেবী ভীমার রূপ নিয়ে পর্বতের মুনি-ঋষিদের উদ্ধার করবেন সুদিপ্তা রায়। টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত রয়েছেন ভ্রামরী রূপে। দূর্গার রূপে থাকবেন দিতিপ্রিয়া। সবশেষে দেবীর চিরাচরিত রূপ মহিষাসুরমর্দিনী রূপে থাকবেন শ্বেতা ভট্টাচার্য।

About Author