ব্যবসার সুযোগে পূর্ব ভারতে সেরা পশ্চিমবঙ্গ, জানালো কেন্দ্র

ভারত : আজ “ইজ অব ডুইং বিজনেস”এ এগিয়ে থাকা দেশের রাজ্যগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। যেই তালিকায় প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয়তে উত্তরপ্রদেশ এবং তৃতীয়তে তেলঙ্গানা। উত্তরপূর্ব ভারতে অসম কেন্দ্র…

Avatar

ভারত : আজ “ইজ অব ডুইং বিজনেস”এ এগিয়ে থাকা দেশের রাজ্যগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। যেই তালিকায় প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয়তে উত্তরপ্রদেশ এবং তৃতীয়তে তেলঙ্গানা। উত্তরপূর্ব ভারতে অসম কেন্দ্র শাসিত অঞ্লগুলির নিরীখে শীর্ষে আছে দিল্লি।

এমনকি সবথেকে চমকপ্রদ বিষয় হল পূর্ব ভারতের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১১য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেড়েছে কাজের সুযোগ, এমনকি বেড়েছে ব্যবসার সুযোগ।  তাই প্রথম থেকেই শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, “এখানে ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে, বিদ্যুতের অভাব নেই, লাল ফিতের বাঁধন শক্ত নয়। তাই এখানে শিল্প স্থাপন করা সোজা”।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী, ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন অনুষ্ঠানে পীযূষ গোয়েল বলেন, “বাণিজ্য গড়ার ক্ষেত্রে নীতি সংস্কারের প্রয়োগের ওপরে ভিত্তি করেই তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রে চেষ্টা করছে সিঙ্গল উইন্ডোর মাধ্যমে দ্রুত শিল্প স্থাপনে সহায়তা করতে”।

 

About Author