গ্রেফতার হওয়ার জল্পনা চলছিল, কিন্তু আজকের মত রিয়া চক্রবর্তীকে রেহাই দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর গতকাল সকালে এনসিবির কাছে দেরি করে হাজিরা দেওয়ার কারণে জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয় নি, ফলে আবার আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে রিয়াকে। তবে একটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে জেরায় প্রাথমিক ভাবে ড্রাগ যোগের অভিযোগ স্বীকার করে নিয়েছেন রিয়া।
১৭ ই মার্চ রিয়া ও তার ভাইয়ের মধ্যে ড্রাগ সংক্রান্ত হোয়াটসাপ চ্যাটের কথা স্বীকার করে নেন রিয়া। এমন কি ভাইকে দিয়েই যে তিনি মাদক আনাতেন সে কথাও জেরার মুখে স্বীকার করে নেন রিয়া।
তবে সেই মাদক রিয়া সুশান্ত নাকি অন্য কারোর জন্য আনাতেন সে কথা স্বীকার করেন নি তিনি। এ ছাড়াও কত টাকার বিনিময়ে কী কী প্রোডাক্টের মাদক ব্যবহার করতেন সে কথাও জানাননি রিয়া। আজ টানা ৬ ঘন্টা জেরার পর রিয়াকে আগামীকাল পুনরায় হাজিরা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়।