ট্রাম্প ক্ষমতায় না থাকলে আর একটা জঙ্গি হামলার সাক্ষী থাকবে আমেরিকা, হুঁশিয়ারি লাদেনের ভাইঝির
ওয়াশিংটন: ৯/১১-তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন হামলার কথা আজও সকলের মনে রয়েছে। ওসামা বিন লাদেন, এই নামের সঙ্গে আট থেকে আশি সকলের পরিচিত। আন্তর্জাতিক রাজনীতিতে ত্রাস বলতে যদি কাউকে বোঝায় তাহলে সেই ত্রাসের নাম হল ওসামা বিন লাদেন। তাঁর নেতৃত্বে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার বহুদিন পর অবশ্য আমেরিকার যৌথ বাহিনীর গুলিতে নিহত হন লাদেন। কিন্তু আজও আমেরিকার কাছে ত্রাস হয়ে রয়েছেন তিনি। আর এবার ওই ভয়াবহ হামলার স্মৃতিকে আরও একবার উস্কে দিলেন লাদেনের ভাইঝি নুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না থাকলে আরও একবার ৯/১১-র মতো ঘটনা আমেরিকায় ঘটতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি।
নভেম্বর মাসে আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে লাদেনের ভাইঝির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকবিদরা। ৩৩ বছর বয়সী নুর এর আগেও একাধিকবার এমন মন্তব্য করেছেন। তিনি নিজে বহুবার আমেরিকায় গিয়েছেন বলেও দাবি করেছেন। আর এইবার তিনি বলেন, ‘লাদেনের নেতৃত্বে বহুবার জঙ্গী হামলার সম্মুখীন হয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জঙ্গিদের একেবারে মুল থেকে নিকেশ করেছেন। তাই উনি ক্ষমতায় যতদিন থাকবে, ততদিন আমেরিকা নিরাপদ। কিন্তু ট্রাম্প ক্ষমতায় না থাকলে আবার ৯/১১-র মতো হামলা আমেরিকা দেখবে। এভাবেই নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টকে চাপে রাখলেন লাদেনের ভাইঝি।u