নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনের পর অবশেষে চালু হল রাজধানীর মেট্রো পরিষেবা। ১৬৯ দিন বন্ধ ছিল দেশের সবচেয়ে ব্যস্ততম শহর দিল্লির মেট্রো চলাচল। অবশেষে ‘আনলক ফোর’ শুরু হতেই সমস্তরকম কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোর চাকা গড়ালো দিল্লিতে।
জানা গিয়েছে, সকাল ৭টা থেকে প্রথম ধাপে সময়পুর বদলি স্টেশন থেকে হুডা সিটি সেন্টার পর্যন্ত হলুদ লাইনে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। মেট্রো চলছে র্যাপিড লাইনেও। আগামী পাঁচ দিনে ধাপে ধাপে অন্যান্য লাইনেও পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রুখতে স্টেশনে এবং ট্রেনের মধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং মেট্রো আধিকারিকদের দেখা গিয়েছে মাস্ক ও ফেসশিল্ড পরে স্টেশনে ডিউটি করতে।
মেট্রো পরিষেবা চালু করা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘মেট্রো পরিষেবা দিল্লিতে চালু হওয়ায় আমি খুব খুশি। সমস্তরকম সাবধানতা অবলম্বন করে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো চলাচল করাচ্ছে। তাদের ব্যবস্থা দেখে আমি বেশ সন্তুষ্ট। তবে কোনওকিছুর বিনিময়ে এই সাবধানতাকে অবহেলা করা উচিত হবে না। তাই এভাবে সবকিছু মেনে পরিষেবা দেওয়া হলে কারোর কোনও অসুবিধা হবে না বলেই আমি মনে করছি।
মেট্রো স্টেশনে ঢোকার সময় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশন করিয়ে ঢোকানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরিষেবা কুড়ি শতাংশ করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আস্তে আস্তে পরিষেবার হার বাড়ানো হবে বলে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশকে নিয়োগ করা হয়েছে ভিড় সামাল দেওয়ার জন্য।
প্রসঙ্গত, দিল্লির পাশাপাশি এদিন বেঙ্গালুর, হায়দারাবাদ, কোচি, লখনউ ও নয়ডায় চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে এখনও পর্যন্ত কলকাতা এবং অন্যান্য শহরগুলিতে মেট্রো পরিষেবা চালু হয়নি। তবে আগামী সপ্তাহে কলকাতাতেও মেট্রো পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।