কলকাতানিউজ

চলতি মাসের প্রথম লকডাউন, একাধিক জায়গায় ড্রোনে নজরদারি পুলিশের

Advertisement

কলকাতা : চলতি মাসের আজ প্রথম লকডাউন, আর প্রতি মাসের মতন এদিনের লকডাউনও কড়া নিয়মের মধ্যে পালন করার জন্য কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে কলকাতা পুলিশকে। আর এবার লকডাউনের নিয়ম আরো কড়া করতে চালানো হচ্ছে ড্রোন। রাজ্যে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিলো ১,৭৭,৭০১ জনে, যার নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩০৪২জন।

শুধু করোনা আক্রান্ত নয়, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েই চলেছে মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩,৩৯০। এদিন কলকাতা পুলিসের ড্রোন স্কোয়াড রাজাবাজার, নারকেলডাঙা, পার্ক সার্কাস-সহ একাধিক জায়গায় এরিয়াল সার্ভে করেছে। যেখানে যেখানে লকডাউন অমান্যের অভিযোগ আসছে, সেখানে ড্রোন দিয়ে চালানো হচ্ছে নজরদারি।

প্রতিবারের মতন এদিনেও লকডাউনে রাস্তায় দেখা গেছে অনেক মানুষকে। এমনকি অনেকেই মাস্ক না পড়ে ঘুরে বেড়াতে তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। কিন্তু পালটা যুক্তিতে সাফ জানানো হয় , বাড়ির সামনে তাই মাস্ক পরা হয়নি। কলকাতার বেশ কিছু জায়গায় নাকা চেকিংও হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত নাকা চেকিং করে দুজনকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button