ক্রিকেটখেলা

ধোনি আছে তো কুছ পরোয়া নেহি! সমর্থকদের এভাবেই চাঙ্গা করলেন সিএসকে সিইও

Advertisement

দুবাই: ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের আইপিএলে সূচনা হতে চলেছে। উদ্বোধনী ম্যাচ খেলবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু বালির দেশে পা রাখা মাত্র সিএসকের সমর্থকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিএসকের অন্দরে করোনার থাবা। কিন্তু সকলকে চাঙ্গা করলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেছেন ধনী আছে তো কোন চিন্তা নেই।

দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড সহ আরও ১৩ জন করোনা আক্রান্তের শিকার হয়েছিলেন। তার ওপর ব্যক্তিগত কারণের জন্য সুরেশ রায়না দেশে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে হরভজন সিংও ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজেকে সরিয়ে নেন। এসব নিয়ে সিএসকে সমর্থকদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে।

আর তাই তাদের চাঙ্গা করার জন্য দলের সিইও কাশী বিশ্বনাথন এক বিবৃতিতে বলেছেন, ‘মাহি থাকতে সিএসকে সমর্থকদের চিন্তা করার কোনও কারণ নেই। কেউ দলে না থাকলে তাতে কিছু যায় আসে না। ধোনি আছে। ও একাই আমাদের সম্পদ।’ এভাবে চেন্নাই এক্সপ্রেসের সমর্থকদের কার্যত চিয়ার আপ করেন সিএসকে সিইও।

Related Articles

Back to top button